এক দুর্দান্ত গেমিং স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং কোম্পানি। এই স্মার্টফোনটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিং এর পাশাপাশি সব ধরনের কাজ স্মুথভাবে করে নিতে পারবেন। এই স্মার্টফোনটি দেখতে যতটাই প্রিমিয়াম ঠিক ততটাই নজর কাড়া এর অন্যান্য স্পেসিফিকেশন। তো চলুন জেনে নেওয়া যাক স্যামসাং কোম্পানির সেই স্মার্টফোনটির সমন্ধে।
ডিভাইসের ডিটেইলসঃ
আজকে আমরা যে স্মার্টফোনটির কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে- স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি। এই ফোনটি প্রথম বাজারে আসে ২৪ই মার্চ ২০২৩ এ। এই স্মার্টফোনটিকে ৪ টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এগুলো হলো ( সিলভার, লাইম, গ্রাফাইট, ভিওলেট)। এই ফোনটিতে থাকছে ডুয়েল ন্যানো সিম কার্ড এর সুবিধা। এছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক করার সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশ থেকে তৈরি করা হয়েছে। তাই স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটি বাংলাদেশ বাজারে অফিশিয়াল ভাবে পাওয়া যাবে।
নেটওয়ার্ক টেকনোলজিঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটিতে পাচ্ছেন ৫ জি নেটওয়ার্ক টেকনোলজি। এছাড়া ২জি, ৩জি, ৪জি সুবিধা তো থাকছেই। এছাড়া ডুয়েল-ব্যান্ড, ওয়াই-ফাই ডিরেক্ট ও ওয়াই-ফাই হসপট ফোনটিতে সক্রিয়
রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনটিতে থাকছে জিপিএস এর সুবিধা।
ডিসপ্লে ডিটেইলসঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটির বডির ধরণ হচ্ছে মিনিমাল নোটিশ। এই ফোনটির ফ্রন্ট ডিসপ্লেতে থাকছে গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন ও প্লাস্টিক বডি। এই ফোনটির একটা অন্যতম ফিচার হচ্ছে এতে দেওয়া হয়েছে ওয়াটার ফ্রুপ। যা কিনা ১ মিটার পানির গভীরে ৩০ মিনিট পর্যন্ত সার্ভাইব করতে সক্ষম। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটির ১৯৯ গ্রাম ওজন হবে। যা কিনা সচারাচর সব স্মার্টফোনগুলোতেই হইয়া থাকে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনটির ডিসপ্লে সাইজ ৬.৬ ইঞ্চি। যার রেজুলেশন হবে ১০৮০ × ২৩৪০ পিক্সেল এবং ৩৯০ পিপিআই। ডিসপ্লেতে টেকনোলজি হিসেবে এতে ব্যবহৃত হয়েছে সুপার এমুলেড টাচস্ক্রীন। এই ফোনটির ডিসপ্লে প্রটেকশন হিসেবে এতে ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। এই স্মার্টফোনটির আরেকটি চমক ফিচার হচ্ছে এতে দেওয়া হয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
ক্যামেরা ডিটেইলসঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি টি হচ্ছে ৪৮ এবং ৮ ও ৫ মেগাপিক্সেল। মেইন ক্যামেরা দিয়ে আল্ট্রা এইচডি তে ভিডিও রেকর্ড করতে পারবেন। যার পিক্সেল এর মান হবে ২১৬০ পিক্সেল। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। যা দিয়ে আল্ট্রা এইচডি তে ভিডিও রেকর্ড করতে পারবেন।
ডিএসএলআর ক্যামেরাকে টক্কর দিতে বাজারে আসতে যাচ্ছে ভিভোর নতুন ফোন-ভিভো ফোন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
পারফর্মেন্স ডিটেইলসঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫ জি ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (ওয়ান ইউআই ৫.১)। এই ফোনটিতে চিপসেট হিসেবে এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০। যা কিনা ৬ ন্যানোমিটার টেকনোলজির উপর বৃত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়া ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোর প্রসেসর আপ টু ২.৬ গিগাহার্জ। তাছাড়া ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি-জি৬৮ এমসি৪। ফলে এই ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিংও করতে পারবেন।
মেমোরি ডিটেইলসঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫ জি স্মার্টফোনটি দুইটি র্যাম ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন। যার মধ্যে একটি হচ্ছে ৬ জিবি এবং অপরটি হচ্ছে ৮ জিবি। এছাড়া ফোনটিতে স্টোরেজ হিসেবে এতে পাচ্ছে ১২৮ জিবি ও ২৫৬ জিবি।
ব্যাটারি ডিটেইলসঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনটিতে পাওয়ার বেকআপের জন্য দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার ৫০০০ মিলিএম্পি এর নোন-রিমুয়েবল ব্যাটারি। এর আরেকটা দুর্দান্ত ফিচার হচ্ছে এতে দেওয়া হয়েছে ২৫ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা। ফলে আপনি এই ফোনটি দ্রুত চার্জ করতে পারবেন এবং লং টাইম ব্যবহার করে আপনি সন্তুষ্ট হতে বাধ্য হবেন।
বাংলাদেশ দামঃ
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫ জি স্মার্টফোনটির ৮জিবি/১২৮জিবি এর বাংলাদেশ অফিশিয়াল প্রাইজ ধরা হয়েছে ৪৮,৬৯৯ টাকা
শেষ কথাঃ স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫ জি মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্টে জানাবেন। আর পরবর্তীতে কোন ধরনের আর্টিকেল চান সেটিও আমাদের জানাতে পারেন। প্রযুক্তির সকল প্রকার আপডেট পেতে বাংলা টেকলিংক এর সাথেই থাকুন। ধন্যবাদ।
.jpg)
একটি মন্তব্য পোস্ট করুন