ডিএসএলআর ক্যামেরাকে টক্কর দিতে বাজারে আসতে যাচ্ছে ভিভোর নতুন ফোন

Vivo V26 Pro 5G
Vivo V26 Pro 5G

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন? আজকে আপনাদের সাথে একটি নতুন স্মার্টফোন নিয়ে আলোচনা করব। যে ফোনটি ডিএসএলআর ক্যামেরাকে টক্কর দিতে বাজারে আসতে যাচ্ছে-ভিভোর নতুন ফোন এবং ভিভো ফোন প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে- তো চলুন জেনে নেওয়া যাক।

মোবাইল বিস্তারিতঃ

বর্তমানে পৃথিবীতে বিভিন্ন কোম্পানি বিশ্ববাজারে রাজত্য বিস্তার করতে, একের পর এক নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। তাদের মধ্য তো কিছু ফোন খবরের শীর্ষ জায়গা দখল করে নিয়ে থাকে। কোন ফোন ক্যামেরাতে বাজিমাত করছে তো কিছু ফোন গেমিং এ বাজিমাত করছে। বর্তমানে ফোন বাজারে চলছে রাজত্য বিস্তার কায়েম করার সময়। তাই তো প্রতিটি কোম্পানি তাদের সেরাটা গ্রাহকদের দিতে প্রস্তুত। ঠিক তেমনি গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য বিশ্বের সফলযোগ্য কোম্পানি ভিভো বাজারে নিয়ে আসতে যাচ্ছে - নতুন এক স্মার্টফোন। যা কিনা ডিএসএলআর কে টেক্কা দিতে পারবা। মোট কথা, ফোনটি দিয়ে আপনি ডিএসএলআর এর মতো ছবি তুলতে পারবেন। যা সত্যিই বিষয়কর ব্যাপার। যদি এমনটা হই তবে ডিএসএলআর এর ইভ্যালুয়েশন অনেকটা কমে যাবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক - ভিভো কোম্পানির সেই স্মার্টফোনটির সমন্ধে। 


মোবাইল পরিচিতঃ

ভিভো কোম্পানির এই স্মার্টফোনটির নাম হতে যাচ্ছে - ভিভো ভি২৬ প্রো। এই ফোনটিকে দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যার একটি হচ্ছে - পিওর ব্ল্যাক ও অপরটি হচ্ছে - সিলিং ব্লু। ফোনটিতে দুইটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। 


ডিসপ্লে ডিটেইলসঃ

ভিভো ভি২৬ প্রো ফোনটিতে 6.56 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস সুপার এমুলেটড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজুলেশন হবে ১০৮০ × ২৩৭৬ পিক্সেল। ভিভো ভি২৬ প্রো স্মার্টফোন ফোনটিতে পিক্সেল ডেনসিটি হিসেবে এতে পাচ্ছেন ৩৯৮ পিপিআই।


নেটওয়ার্ক টেকনোলজিঃ 

ভিভো ভি২৬ প্রো এই স্মার্টফোনটিতে থাকছে ৫জি নেটওয়ার্ক টেকনোলজির সাপোর্ট। এছাড়া ফোনটিতে থাকছে ২জি, ৩জি ও ৪ জি নেটওয়ার্ক স্পীড র সাপোর্ট। ফোনটিতে নেটওয়ার্ক স্পীড হিসেবে এতে পাবেন - এইচএসপিএ ৪২.২/৫.৭৬ এমবিপিএস,এলটিই-এ ৫জি নেটওয়ার্ক টেকনোলজিস্ট। এছাড়া ফোনটিতে থাকছে জিপিএস সিস্টেম এবং জিপিআরএস। 


প্রসেসর পারফর্মেন্সঃ 

ভিভো ভি২৬ প্রো এই স্মার্টফোনটিতে চিপ্সেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০। এছাড়া ফোনটিতে থাকছে সিপিইউ হিসেবে এতে দেওয়া হয়েছে অক্টা-কোর (১×৩.০ গিগাহার্জ কোরটেক্স - এ৭৮ এবং ৩×২.৬ গিগাহার্জ কোরটেক্স - এ৭৮ এবং ৪×২.০ গিগাহার্জ কোরটেক্স এ৫৫)। ভিভো ভি২৬ প্রো এই স্মার্টফোনটিতে জিপিইউ মালি-জি৭৭ ব্যবহার করা হয়েছে। 


ক্যামেরা ডিটেইলসঃ 

ভিভো ভি২৬ প্রো ফোনটি যেহেতু ডিএসএলআর কে টক্কর দিতে তৈরি করা হয়েছে তাই এই স্মার্টফোনটিতে ক্যামেরা সেটাপও দুর্দান্ত। এই ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের পিডিএএফ ওআইএস মিন ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফোনটিতে ১২ মেগাপিক্সেলের আল্ট্র-ওয়েড ২ মেগাপিক্সেল মাইক্রো ব্যবহৃত হয়েছে। যেহেতু এই স্মার্টফোনটিতে ওআইএস এর সাথে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাই বলা যায়, ফোনটি দিয়ে ভালোমানের ছবি তুলা যেতে পারে। এছাড়া এই স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে এতে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। 

এই ফোনটির ভিডিও রিভিউ দেখতে- ক্লিক করুন

https://youtu.be/-11prTXHKms

ব্যাটারি ডিটেইলসঃ 

ভিভো ভি২৬ প্রো ফোনে নোন-রিমুয়েবল লি-পো টাইপের ৪৫০০ এমএএইচ ক্যাপাসিটর ব্যাটারি ব্যবহৃত হয়েছে এবং ফোনটিকে চার্জ করার জন্য ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। 


সম্ভাব্য দামঃ

 ভিভো ভি২৬ প্রো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি ৮/২৫৬ জিবি ও ১২/২৫৬ জিবি। তার মধ্যে ৮/২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটির দাম হতে পারে – ৫৫,০০০ টাকার আশেপাশে। 


শেষ কথাঃ 

আপনাদের কাছে এই ভিভো ভি২৬ প্রো ফোনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রযুক্তির সকল আপডেট পেতে বাংলা টেকস্পট এর সাথেই থাকুন। ধন্যবাদ 

Post a Comment

নবীনতর পূর্বতন